Chandrima,Padma Abashik, Boalia, Rajshahi
01309126485
শিক্ষা নগরী রাজশাহী, শান্তির নগরী রাজশাহী। শিক্ষা আর শান্তির নগরী রাজশাহীতে প্রায় সকল মনিষী, সংস্কৃতিসেবী, রাজনীতিবিদ, সমাজসেবীর নামে শিক্ষা প্রতিষ্ঠান বা ছাত্রাবাসের নামকরণ হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ও কর্মকান্ডকে সমুন্নত রাখতে তাঁর নামে কোন ধরনের প্রতিষ্ঠান ছিল না। এ বিষয়টিকে সামনে নিয়ে রাজশাহীর প্রথিতযশা শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবীগণ ০৮/১২/১৯৯৪ তারিখে এক সভায় ‘‘ বঙ্গবন্ধু কলেজ রাজশাহী ’’ নামে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্ত নেন।
কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি লাভ করে ০৪/০৫/১৯৯৭ তারিখে, ডিগ্রি অধিভুক্ত হয় ০৭/০৩/২০০০ তারিখে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমপিও ভুক্তি হয় ০১/০২/১৯৯৮ ও ডিগ্রি পর্যায়ে এমপিও ভুক্তি হয় ০১/০৪/২০০১ তারিখে।
রাজশাহী জেলার বোয়ালিয়া থানার অন্তর্গত পদ্মা, চন্দ্রিমা ও মহানন্দা তিনটি আবাসিক এলাকার মাঝে অত্যন্ত মনোরম পরিবেশে কলেজের অবস্থান। কলেজে একটি তিন তলা বিল্ডিং ও একটি আধাপাকা বিল্ডিং রয়েছে। কলেজের ছাত্র-ছাত্রী উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে ও পাবলিক পরীক্ষার ফলাফল খুবই ভাল। বিশেষ পদ্ধতিতে ও আন্তরিক পরিেেবশে ছাত্র-ছাত্রীদের পাঠদান করানো হয়। সার্বক্ষনিক অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা হয়। কলেজের সার্বিক উন্নয়নে গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও অভিভাবকবৃন্দ সর্বক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।