Rajshahi Police Lines
01711380083
রাজশাহী মহানগরীর পশ্চিমাঞ্চলে শিক্ষার উন্নতিকল্পে রাজশাহী পুলিশ লাইন চত্বরে অবস্থিত ১.৬৫ একর জমির উপর ১৬.৭.১৯৫৯ তারিখে তদানিন্তন পূর্ব পাকিস্তানের গভর্ণর কর্তৃক একটি প্রাথমিক বিদ্যালয়ের সূচনফলক উন্মোচন পূর্বক এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভ সূচনা হয়। পরবর্তীতে (স্বাধীনতার উত্তরকালে) ১৯৭৮ খ্রিষ্টাব্দে উক্ত বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় এবং ১৯৭১ খ্রিষ্টাব্দে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তদানিন্তন রাজশাহী অঞ্চলের ডি.আই.জি. মরহুম মামুন মাহমুদ এর নামে বিদ্যালয়টির নামকরণ করা হয় শহীদ মামুন মাহমুদ স্কুল এ্যান্ড কলেজ। নিম্ন মাধ্যমিক হিসেবে স্বীকৃতি ১.১.১৯৮০ এবং মাধ্যমিক হিসেবে স্বীকৃতির তারিখ ১.১.১৯৮১।
এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৫ সালে এটিকে দ্বাদশ শ্রেণিতে উন্নীত করা হয় এবং এর নামকরণ করা হয় "শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ"। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে রাজশাহী মহানগরীর একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।