শ্রীরামপুর, জিপিও ৬০০০, রাজপাড়া, রাজশাহী
00721773247
রিভার ভিউ কালেক্টরেট স্কুল বাংলাদেশের রাজশাহী শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা গনের শিশু সন্তানদের শিক্ষাদানের উদ্দেশ্যে ১৯৪৭ সালে ”প্রিপারেটরী স্কুল” নামে একটি ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপিত করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে স্কুলের নিয়মিত কমিটির সভাপতি জেলা প্রশাসক, রাজশাহী এবং অন্যান্য সদস্য সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, সরকারী স্কুলের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দ্বারা পরিচালিত। স্বাধীনতা উত্তর ১৯৭৩ সালে স্কুলটি “প্রিপারেটরী স্কুল” নামে পরিবর্তন করে “ রিভার ভিউ স্কুল করা হয়। ১৯৮৪ সালে স্কুলটি নিম্ন মাধ্যমিক এবং ১৯৮৬ সালে মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়।[২] ২০০৯ সালে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কর্তৃক স্কুলটির নাম পরিবর্তিত হয়ে রিভার ভিউ কালেক্টরেট স্কুল রাখা হয়।
স্কুলে সর্ব মোট ২৫টি কক্ষ রয়েছে ১৫ টি শ্রেণিকক্ষ ১টি হল কক্ষ ২টি ল্যাব কক্ষ ১টি কম্পিউটার ল্যাব কক্ষ ১টি স্পোর্টস কক্ষ ১টি নামাজ কক্ষ ১টি বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরী ১টি প্রধান শিক্ষকের কক্ষ ১টি সহকারি প্রধান শিক্ষকের কক্ষ ১টি শিক্ষকমন্ডলীর কক্ষ