নওহাটা মহিলা ডিগ্রি কলেজ
নওহাটা মহিলা ডিগ্রি কলেজ

পবা , রাজশাহী

00721800022

একটা সুন্দর চেতনা জন্ম দিতে পারে একটি অনাবিল সুন্দর ভবিষ্যৎ। মানুষের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সুন্দর চেতনার সমন্বয়ে সৃষ্টি হয়েছে মানবসমাজ –শিল্প-সংস্কৃতির । তারই সৃজনশীল পরস্পরায় আজও বয়ে চলেছে মানব কল্যাণের কীর্তিময়তা ।

অনুরুপভাবে কালের পরিক্রমায় অমরকীর্তি নওহাটা মহিলা ডিগ্রী কলেজটিও রাজশাহী জেলার পবা থানার অন্তর্গত নওহাটা পৌরসভার উচ্চশিক্ষিত ও প্রতিভাময় একদল যুবকের স্বপ্ন এবং অত্র অঞ্চলের অসংখ্য শিক্ষানুরাগী মানুষের শুভ চেতনার দীপ্ত প্রখর স্বাক্ষর । রাজশাহী জেলার শিক্ষা –মেধা-মননের উৎকর্ষ সাধনের এক উ্জ্জ্বল দৃষ্টান্ত এ কলেজ । উল্লেখ্য যে নওহাটা পৌরসভায় প্রায় ৮০ হাজার লোকের বাস এবং শিক্ষার হার প্রায় ৮৫%। এখানে প্রতিষ্ঠিত হয়েছে বেশ কিছু সরকারি-বেসরকারি পাবলিক প্রতিষ্ঠান । ফলে অতি শিঘ্রই নওহাটা পৌরসভা একটি পূর্ণাঙ্গ শিক্ষা নগরীতি রুপ লাভ করে এবং এই অঞ্চলের মানুষের আধুনিক জীবন যাত্রার মান উন্নয়নে সহায়ক ভুমিকা রাখে। এক সময় এই বিশাল জনসংখ্যার অনুপাতে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল না। এর ফলে প্রতি বছর অসংখ্য নারীর শিক্ষা জীবনের অবসান ঘটতো। সেই সাথে সম্ভাবনাময় অসংখ্য মেধার অপমৃত্যু হতো। এছাড়া অভিভাবকগন উচ্চ নারীশিক্ষা সংক্রান্ত কুসংস্কার ও ভীতি জনিত কারনে মেয়েদের নিজ অঞ্চলের বাইরে শিক্ষা গ্রহণে আগ্রহী হতেন না। এমনকি অত্র পৌরসভার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান ও আর্থিক সংকটের কারণে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারতো না । শুধু তাই নয়? সামাজিক অবক্ষয়ের ফলে দুর্বৃত্তদের কারণে কোনো কমবাইন্ড কলেজ এ অঞ্চলের মেয়েরা নিরাপদে নির্বিঘ্নে লেখাপড়া করতে পারতো না । অভিভাবকগণ এই সকল দুশ্চিন্তার কথা ভেবে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহন না করিয়ে অল্প বয়সে বাল্য বিবাহ দিতে বাধ্য হতো ।

কিন্ত প্রযুক্তি নির্ভর সমাজ বর্তমান বিশ্বে মানুষ এখন বুঝতে পেরেছে নারী শিক্ষার গুরুত্ব; দিনবদলের পালায় পুরনো ধ্যান-ধারণা, গোঁড়ামী, কুসংস্কারের খোলস থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। প্রযুক্তি নির্ভর সমাজ ও দেশ গড়ে তুলতে হলে নারীশিক্ষার কোন বিকল্প নেই। কেননা শিক্ষিত নারীসমাজই শিক্ষিত জাতির সুতিকাগৃহ। বাস্ববতার নিরিখে উপলদ্ধ নারীরা আজ আর পিছিয়ে নেই পুরুষের পাশাপাশি সকল কাজের অংশিদারিত্বে সমাজ যোগ্যতা রেখে চলেছে। একদিকে আধুনিক জনজীবনের বণিলতা অন্যদিকে নারী সমাজকে সমস্যা ও নিরসন বিষয়কে ও কেন্দ্র করে শিক্ষাবান্ধব এ অঞ্চলের শিক্ষিত বিদ্যোৎসাহী, সমাজসেবক উচ্চ পর্যায়ের সরকারি-বেসরকারি ব্যক্তিবর্গ নারীশিক্ষাকে যুগোপযোগী করে তরান্বিত করতে স্বতন্ত্র্য নারীশিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেন। তারই ফলশ্রুতিতে ১৯৯৬ সালে পবা উপজেলায় একমাত্র স্বনামধন্য নওহাটা মহিলা ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠিত হয়। যা সময়ের দাবিতে নারীশিক্ষার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।

Views: 177 times