Rajshahi Muslim High School
Rajshahi Muslim High School

কাদিরগাঞ্জ,বোয়ালিয়া,রাজশাহী

01713701551

পাকভারত উপমহাদেশে ইংরেজ শাসনামলে রাজশাহী শহরের সেই সময়ের শিক্ষা অনুরাগী সচেতন কতিপয় মানুষ সামাজিক ভাবে পিছিয়ে পড়া মুসলিম সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার তাগিত থেকেই তাঁরা নিজেদের মধ্যে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলাপ আলোচনা করতে থাকেন। এই মহতী উদ্যেগকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে ২০/১২/১৯৪৬ ইং তারিখে অনুষ্ঠিত সভায় জনাব মোঃ এ,বি,এম কিয়ামত আলী বি,এ,বিটি কে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দান পূর্বক আজকের ঐতিহ্যবাহী রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয় নামফলক উম্মোচন করেন।

Views: 442 times