Metropolitan College
Metropolitan College

Sopura,Rajshahi

01725622097

মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্ম নেয় না। এর বিকাশ ঘটাতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান হলো মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম সুন্দর স্থান,যার কারিগর শিক্ষক। প্রতিষ্ঠানে জ্ঞান- বিজ্ঞান, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীর মনুষত্ব ও মেধার সৌন্দর্য প্রকাশ পায়। মেট্রোপলিটন কলেজ,রাজশাহীর শিক্ষার্থীরা মেধা,মনন,সহনশীলতা,সৃজনশীলতা,নেতৃত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ এর ভিত্তিতে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠুক এটা আমাদের প্রত্যাশা। আশা করি কলেজের প্রতিটা শিক্ষার্থী নিখাদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, ন্যায়,সত্য ও সুন্দরের চর্চার মাধ্যমে তার শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের পূর্ণতা অর্জন করবে। একই সাথে শোষণমুক্ত,আধুনিক,উন্নত আয়ের স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয় জানাবে।

Views: 344 times