১ম মার্চ ২০২৫ থেকে শুরু হওয়া সাধারন জ্ঞান কুইজে অংশগ্রহনকারীদের মধ্যে চলমান প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩১শে মার্চ ২০২৫ এ ৩জন বিজয়ী নির্ধারিত হয়।
কুইজ প্রতিযোগিতায় ৪৭০ স্কোর করে প্রথম স্থান অধিকার করেছেন ফারহান শাহরিয়ার কনক । ৩২৪ স্কোর করে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন মাইশা। প্রতিযোগিতায় ২৫৯ স্কোর করে তৃতীয় স্থান অধিকার করেন সাদ আহমাদ। বিজয়ীর হাতে পুরুষ্কার তুলে দেন কে আর বাইক সেন্টার এর সম্মানিত ফাউন্ডার জনাব আবু হোসেন সিদ্দিকী কোয়েল।
এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী এডুকেশনের সম্মানিত উপদেষ্টা মোস্তাফিজুর রহমান সোহেল
শিক্ষার্থীদের মাঝে আনন্দ এবং প্রতিযোগিতার মধ্যে দিয়ে শিক্ষা অর্জনের উদ্দেশ্যে রাজশাহী এডুকেশন(www.rajshahieducation.com) কাজ করে যাচ্ছে নিরলসভাবে।
আগ্রহীগন নীচের লিংকে ক্লিক করে কুইজে অংশগ্রহন করতে পারেন।
https://www.rajshahieducation.com/quiz/
2025-04-13