“জ্ঞানই আলো, প্রতিযোগিতা হোক অনুপ্রেরণা” — এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী এডুকেশন আয়োজিত এপ্রিল ২০২৫ মাসব্যাপী সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা ১লা এপ্রিল থেকে শুরু হয়ে চূড়ান্ত উত্তেজনার মধ্য দিয়ে ৩০শে এপ্রিল ২০২৫ তারিখে সাফল্যের সাথে শেষ হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্য থেকে অসাধারণ মেধা ও জ্ঞানের সাক্ষর রেখে বিজয়ী হন ৫ জন প্রতিযোগী।
প্রথম স্থান অধিকার করেন ফাতেমা জান্নাত, যিনি ১০০০ স্কোর অর্জন করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেন।
দ্বিতীয় স্থান অর্জন করেন এস. এ. মাহমুদ, যিনি একই স্কোরে (১০০০) দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছেন।
তৃতীয় স্থান অধিকার করেন মোঃ মোমিন, যার স্কোর ৮২১।
বিশেষ সম্মাননায় ভূষিত হন মোঃ জাহিদুল হাসান তালুকদার – স্কোর ৫৪০ ও হৃদয় ইসলাম, স্কোর ২০৮।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কে আর বাইক সেন্টারের প্রতিষ্ঠাতা জনাব আবু হোসেন সিদ্দিকী কোয়েল এবং মেট রয়্যাল আইটি-এর প্রতিষ্ঠাতা জনাবা মাহবুব আরা নীলা। তাঁদের প্রেরণাদায়ক বক্তব্য এবং উপস্থিতি পুরো অনুষ্ঠানকে করে তোলে উৎসবমুখর ও স্মরণীয়।
রাজশাহী এডুকেশন (www.rajshahieducation.com) দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা এবং মজাদার উপায়ে শেখার সুযোগ সৃষ্টি করে যাচ্ছে, যার মাধ্যমে তরুণ প্রজন্ম গড়ে তুলছে আত্মবিশ্বাস।
আপনিও অংশ নিতে পারেন আগামী কুইজে!
https://www.rajshahieducation.com/quiz/
2025-05-11