রাজশাহী এডুকেশন কুইজ জুন ২০২৫ বিজয়ীদের পুরস্কার বিতরণ


Share on

রাজশাহী এডুকেশন কুইজ জুন ২০২৫ বিজয়ীদের পুরস্কার বিতরণ

“প্রযুক্তি হোক জ্ঞানের হাতিয়ার” এই শ্লোগানকে সামনে রেখে জুন ২০২৫ এ পুরো মাস জুড়ে রাজশাহী এডুকেশন ডট কম এ সাধারনজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং প্রতিযোগিদের মধ্য থেকে ৫জন বিজয়ী নির্ধারন করা হয় প্রাপ্ত স্কোর থেকে। বিজয়ীগন এর তালিকা নিম্নরূপঃ

রাজশাহী এডুকেশন কুইজ জুন ২০২৫ বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রথম স্থান অধিকার করেছেনঃ কৃতিকা সোফিয়া
দ্বিতীয় স্থান অধিকার করেছেনঃ বদিউজ্জমান
তৃতীয় স্থান অধিকার করেছেনঃ মেহজাবিন আবিদা মুত্তাকী
চতৃর্থ স্থান অধিকার করেছেনঃ নুরুল ইসলাম
পঞ্চম স্থান অধিকার করেছেনঃ সাবিহা বিনতে মাইমুনা

রাজশাহী এডুকেশন কুইজ জুন ২০২৫ বিজয়ীদের পুরস্কার বিতরণ

বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন K.R Bike Center এর প্রতিষ্ঠাতা জনাব আবু হোসেন সিদ্দিকী কোয়েল এবং Edu Wing Hub -এর ম্যানেজিং ডিরেক্টর ইমরান এ সাগর। তাঁদের প্রাণবন্ত বক্তব্য, অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা এবং আন্তরিক উৎসাহ পুরো অনুষ্ঠানকে করেছে আরও অর্থবহ ও উদ্দীপনাময়। বিজয়ীদের মধ্যে নতুন স্বপ্ন গড়ার সাহস এবং আত্মবিশ্বাসের আলো ছড়িয়ে দেন এই দুই সফল অতিথি।

রাজশাহী এডুকেশন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতার বিকাশে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে উৎসাহ দিয়ে আসছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আত্মবিশ্বাসী এবং দক্ষ হয়ে উঠতে পারে।

আপনিও আপনার জ্ঞান যাচাই করতে অংশ নিতে পারেন আগামী কুইজে — ভিজিট করুন:
https://www.rajshahieducation.com/quiz/

2025-07-19



Views: 219 times