শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রাজশাহীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে চলছে ৩ দিনব্যাপী বিজ্ঞানমেলা


Share on

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রাজশাহীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে চলছে ৩ দিনব্যাপী বিজ্ঞানমেলা

রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা, যেখানে চার শতাধিক ক্ষুদে বিজ্ঞানী তাদের নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে  আয়োজিত এই মেলায় মোট ১৪৫টি স্টলে শিক্ষার্থীরা তাদের প্রকল্পগুলো দর্শনার্থীদের কাছে তুলে ধরছে।

"বিজ্ঞান ও প্রযুক্তি সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি" প্রতিপাদ্যকে সামনে রেখে এই মেলা আয়োজন করা হয়েছে । বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) রাজশাহী কেন্দ্রের পরিচালক]।

মেলায় প্রদর্শিত উল্লেখযোগ্য কিছু প্রকল্প:

স্মার্ট সিটি ও নিরাপত্তা: শিক্ষার্থীরা স্মার্ট ও নিরাপদ নগরী গড়ার লক্ষ্যে 'অটোমেটিক ফায়ার এক্সটিংগুইজার' (স্বয়ংক্রিয় আগুন নির্বাপক) এবং 'স্মার্ট ফায়ার এক্সিট' (স্মার্ট জরুরি প্রস্থান) ব্যবস্থা প্রদর্শন করেছে। এই প্রযুক্তি আগুন লাগার সাথে সাথে তা শনাক্ত করে গেট খুলে দেবে এবং আগুন নেভাতে সাহায্য করবে ।

স্বাস্থ্য ও সুরক্ষা: মেলায় এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে নকল ঔষধ শনাক্ত করার প্রকল্প  এবং নির্মাণ শ্রমিকদের হেলমেট পরা নিশ্চিত করতে এআই-সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা উপস্থাপন করা হয়েছে।

গৃহ নিরাপত্তা: 'এসএমএস বেসড হোম সিকিউরিটি সিস্টেম' প্রদর্শন করা হয়, যা গ্যাস লিকেজ, আগুন বা অপরিচিত লোকের অনুপ্রবেশ শনাক্ত করে সতর্কবার্তা পাঠাতে সক্ষম।

আধুনিক কৃষি: আবাদী জমির সংকট মোকাবেলায় শিক্ষার্থীরা 'ফ্লোরে ফ্লোরে ফসল উৎপাদন' বা ভার্টিকাল ফার্মিং পদ্ধতি দেখিয়েছে, যেখানে সূর্যের আলোর বিকল্প হিসেবে এলইডি লাইট ব্যবহার করা হয় ।

পরিবেশবান্ধব প্রযুক্তি: পলিথিনের দূষণ রোধ করে তা থেকে বিদ্যুৎ উৎপাদন এবং রোবটের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজ করার মতো প্রকল্পও মেলায় স্থান পেয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করা এবং তাদের উদ্ভাবনী শক্তি, চিন্তাশক্তি ও টিমওয়ার্ককে উৎসাহিত করাই এই মেলার প্রধান উদ্দেশ্য। এই বিজ্ঞান উৎসব শনিবার বিকেল পর্যন্ত চলবে।

2025-10-25



Views: 186 times